দোয়া বন্ধ করবেন না কখনো!


আমাদের উচিত আল্লাহর কাছে দুআ করা, যেন তিনি আমাদেরকে বিপদ থেকে বের করে আনেন। আল্লাহর দেওয়া বিপদরূপী এই আসমানি চিকিৎসাকে আমরা সেই শিশুর দৃষ্টিকোণ থেকে বিবেচনা করব, যে জানে তার বাবা আসলে তার কল্যাণকামী। এমনটা করতে পারলে আল্লাহর প্রতি আপনার সুধারণা জন্মাবে। 

আর আপনি দৃঢ়বিশ্বাস করবেন যে, আল্লাহ তাআলা আপনার জন্য যা যা নির্বাচন করেছেন, সবই কল্যাণকর। আপনি নিজের জন্য যা চাচ্ছেন, তা কল্যাণকর নাও হতে পারে। এমন হলে একমুহূর্তের জন্যও আল্লাহর প্রতি আপনার কোনো মন্দ ধারণা তৈরি হবে না। বরং বিপদের মুহূর্তে আপনি আল্লাহর কাছে ছুটে যাবেন এবং তাকে ভালোবাসবেন।

এই ব্যাপারটি মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, আপনি ব্যথা পান এটা আল্লাহ তাআলা চান না। বরং তিনি চান আপনি যেন পবিত্র হয়ে যান। কারণ গুনাহের ঝুঁকি এবং অন্তরের কলুষতার বিপদ কত বেশি, সে সম্পর্কে তিনি খুব ভালোভাবেই অবগত।

Comments

Popular posts from this blog

এক খন্ড হতাশা

বিষাক্ত মাকড়সার জাল

মৃত্যু যন্ত্রনা (Death Pain)