কাঁচের দেয়ালে বন্দি


জীবন অনেক ক্ষেত্রে অনেক কষ্টের হতে পারে তবুও একটা কথার উপর বিশ্বাস আস্থা রেখে সামনে এগিয়ে যাই,"কষ্টের পরই আসে সস্তি"।আমার মৃত্যুর পর কেউ আমাকে আর আমার নাম ধরে ডাকবে না।সবাই আমাকে এভাবে সম্বোধন করবে,"লাশ কি আসছে,লাশের জানাযা কয়টায়,লাশের গাড়ি আসতে কতক্ষন,লাশ আসছে?"যখন আমাকে সাড়ে তিন হাত মাটির নিচে রাখা হবে কিছুদিন পর আমার গায়ের উপরের বাঁশ পচার আগে আমার শরীর পচন ধরবে।কোন এক সময় একদল Anthropologist আমার হাড়গোড় খুজে পাবে এবং এটাকে নিয়ে তারা ল্যাবে নিয়ে,হাতে হ্যান্ড গ্লোবস পরে,গবেষনা করে বের করবে এটা কয়েক যুগ আগের হাড়।আমার হাড় নিয়ে তারা সংবাদ মাধ্যেমে কথা বলবে,বিভিন্ন আর্টিক্যাল লিখবে,শিরনামে লিখবে,"১০০ বছরের পূরনো হাড়ের দেখা মিলল..."এটা নিয়ে গর্ব করবে।তারা তাদের প্রজন্মদের বলবে এটা আমাদের পূর্ব-পুরুষদের হাড়।হয়তো কোন এক জাদুঘরে প্রদর্শনী হিসেবেও কাঁচের দেয়ালে বন্দি রেখে দেয়া হবে।

Comments

Popular posts from this blog

এক খন্ড হতাশা

বিষাক্ত মাকড়সার জাল

মৃত্যু যন্ত্রনা (Death Pain)