আপনি আপনার ভাইয়ের মাংস খেতে পচ্ছন্দ করেন?


গীবত শব্দটির আভিধানিক অর্থ দোষারোপ করা, কুৎসা রটনা, পেছনে সমালোচনা করা, পরচর্চা করা, পরনিন্দা করা, কারো অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যেও সামনে তুলে ধরা। ইসলামি শরিয়তে গীবত হারাম ও কবিরা গুনাহ।

কল্পনা করুন,আপনি আপনার সারা জীবন আল্লাহর ইবাদত,রোজা,প্রার্থনা,প্রচুর পরিমাণে দাতব্য দান,এমনকি হজ্ব করেছেন এবং এটি সব নষ্ট হয়ে গেছে কিন্তু কেন?

কারণ আপনি কেবল অন্যদের সম্পর্কে আপনার মুখ বন্ধ রাখতে পারেননি!

নবী মুহাম্মদ (সা))বলেছেন:

"ব্যভিচারের চেয়ে গীবত করা আরও মারাত্মক এবং আল্লাহ যতক্ষণ পর্যন্ত অন্যায়কারী তাকে ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না"

মুসলমান এক ভাই আরেক ভাইয়ের গীবত করবে না এবং তাদের দোষ খুঁজবে না,কারন যদি কেউ কারো দোষ খোঁজেন,আল্লাহ তার দোষ খুঁজবেন।আর আল্লাহ যদি কারো দোষ খোঁজেন, তিনি তাকে তার বাড়িতে (এমনকি সে লুকিয়ে রাখলেও) নম্র ব্যবহার করে।

"এবং একে অপরকে গুপ্তচরবৃত্তি করবেন না বা গালি দেবেন না। আপনারা কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবেন? আপনি এটিকে ঘৃণা করবেন।" (49:12)

Comments

Popular posts from this blog

এক খন্ড হতাশা

বিষাক্ত মাকড়সার জাল

মৃত্যু যন্ত্রনা (Death Pain)