বোধ!
আজকাল আমরা উচ্চবিত্তের পেছনে এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছি যে,আমরা আমাদের রবকে ভূলে গেছি!একদিন যে আর অক্সিজেন নিতে পারব না একথাটাকেও ভূলে গেছি। বিশ্বাসী-অবিশ্বাসী দিনশেষে একদিন যা অবধারিত সেটা হচ্ছে মৃত্যু।মৃত্যুকেও আজ আমরা ভূলে গেছি!আল্লাহর কাছে কি জবাব দেব একাথাটাকেও ভূলে গেছি।সবাই আমরা এমন একটা ফ্যান্টাসিতে বসবাস করতেছি বুঝি কিন্তু আমরা কেউই মানি না।আমরা সবাই অর্থ /উচ্চ ক্যারিয়ার/ ভালো চাকরি ইত্যাদি নিয়ে ভাবি এই অর্থে আমরা উচ্চবিত্ত জীবন-যাপন করব,সমাজে উচ্চতর করে তুলবে।আমরা শুধু নিজেদের এবং অন্যদেরকে কিছু উন্মাদ প্রতিযোগিতায় নিমগ্ন হয়ে আছি যা শেষ পর্যন্ত আমাদের আখিরাতের জন্য কোন লাভ হবে না।আমরা কেউই ভাবি না, "মরলে কি জবাব দিবো আল্লাহর কাছে?"এই প্রশ্ন সম্পর্কে কেউ কিছু বলে না।পাশ করে বিদেশে যাবো, চাকুরী করবো,ব্যবসা করবো, অনেক টাকা হবে, প্রতিষ্ঠিত হব, সুন্দরী মেয়ে বিয়ে করব,গাড়ি কিনব এটাই আমাদের জীবনের উদ্দেশ্য।এইসব প্রতিযোগীতা করতে গিয়ে আমরা কী যে হারাচ্ছি!এটা কবরে না গেলে আমরা বুঝব না!আসুন,এই ফ্যান্টাসি থেকে সবাই বের হয়ে আসি।নিজের জীবনে, পরিবারে,সমাজে আসল জীবনের উদ্দেশ্য প্রতিষ্টা করি।
Comments
Post a Comment