কর্পোরেট কালচার

কর্পোরেট কালচার [১] অফিসের বস তার সুন্দরী সেক্রেটারি মাহিমাকে ডেকে বলল,আমি এক সপ্তাহের জন্য ট্যুরে থাইল্যান্ড যাচ্ছি। যাবে নাকি আমার সাথে? লেটস এনজয়! [২] মাহিমা তার স্বামী তামিমকে ফোনে বলল, তামীম আমি এক সপ্তাহের জন্য অফিসের কাজে থাইল্যান্ড যাচ্ছি, তুমি কোনো দুষ্টামি করো না কিন্তু,ভালো ভাবে থেকো ! [৩] তামীমর তার গার্লফ্রেন্ড ছোঁয়াকে ফোন করে বলল,আমার স্ত্রী দেশের বাইরে যাচ্ছে, ফ্রি আছি।তুমি এক সপ্তাহের জন্য চলে এসো। লেটস এনজয়! [৪] ছোঁয়া তার ছাত্র মাহমুদকে ফোন করে বলল, শোনো আমি এক সপ্তাহ পারিবারিক কাজে ভয়াবহ ব্যস্ত থাকব, তোমার এই সপ্তাহ ছুটি। তুমি এনজয় কর! [৫] মাহমুদ তার বাবাকে ফোন করে বলল, 'বাবা, তুমি তো আমাকে সময় দিতে পারনা। কাল থেকে আমার প্রাইভেট সাতদিনের জন্য বন্ধ। তুমি এই সাতদিন কোথাও যেতে পারবে না, তোমার সাথে অনেক মজা করব!'লেটস এনজয়! [৬] ছেলের ফোন পেয়ে বাবা অফিসের সেক্রেটারিকে বলল,'মাহিমা' আমার অন্য আর একটা জরুরি কাজ পড়ে গেছে।এই সপ্তাহে থাইল্যান্ড যাওয়া হচ্ছে না।ট্রিপটা ক্যানসেল করতে হচ্ছে।' [৭] মাহিমা তার স্বামী তামিমকে ফোনে বলল, শোনো আমার যাওয়া হচ্ছে না।ট্যু...